শিরোনাম
২৫ নভেম্বর/২০১৮ রবিবার ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা সমবায় কার্যালয় ও পিরোজপুর সদর উপজেলা/সমবায়ীবৃন্দ সমন্বয়ে পিরোজপুর জেলা সমবায় কার্যালয় হতে সকাল ৯.৩০ টায় র্যালি বেড় হয়ে পিরোজপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় ব্যাংক চত্বরে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে “সমবায় ভিত্তিক সমাজ গড়ি- টেকসই উন্নয়ন নিশ্চিত করি” র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছরোয়ারুল আলম, উপ-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পিরোজপুর। বিশেষ অতিথি জনাব মোঃ হারুন অর রশিদ, জেলা সমবায় অফিসার, পিরোজপুর। বিশেষ অতিথি জনাব বীরেন্দ্র নাথ বসু, পরিচালক, সমবায় ব্যাংক, পিরোজপুর। আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছেলেন।